🇨🇭 আমাদের দেশের পুরুষদের- যৌনতা বিষয়ক তেমন কোন বিশেষ জ্ঞান না থাকার কারনে এবং যৌবনকালের শুরুতে নিজেদের কিছু ভুলত্রুটির কারনে আমাদের সমাজের অধিকাংশ পুরুষদের মাঝেই যৌবনকালের মধ্যবর্তী বয়সে ক্ষয় (Semen With Urine) নামক একটি রোগের উদ্রেক হয় – যা ধাতু দুর্বলতা / ধাতুক্ষয় নামে পরিচিত।
🇨🇭 ধাতুক্ষয় রোগটি তৎক্ষণাৎ শরীরের উপর কোন প্রকার প্রভাব তৈরি করে না বিধায় এই রোগটির সৃষ্টি সম্পর্কে আক্রান্ত পুরুষ মানবদেহ অনুভব করে না, বরং উক্ত রোগটি খুব ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয় ।
🇨🇭 এক কথায় বলতে গেলে – ইহা নিজে কোন রোগ নয় কিন্তু ইহা অন্যান্য অনেক শারীরিক রোগের সৃষ্টিকারী ।
🇨🇭 আমাদের দেশের পুরুষদের মাঝে ধাতুক্ষয় সমস্যা সৃষ্টির প্রধান এবং অন্যতম কারন হল:
- 🩸 যৌবনকালের শুরুতে অধিক বেশী হস্তমৈথুন করা।
- 🩸 অল্প বয়সে অতিরিক্ত যৌন মিলন করা।
- 🩸 অধিক/ বেশী পর্ণ দেখা।
- 🩸 খারাপ চিন্তা করা।
- 🩸Testosterone হরমোনের অভাবে।
- 🩸 কৃত্রিম অতিরিক্ত মৈথুন বা অস্বাভাবিক শুক্রপাত করতে থাকলে।
- 🩸 অনেক সময় অপুষ্টি বা ভিটামিন প্রভৃতির অভাবে।
- 🩸দীর্ঘদিন রক্তশূন্যতা বা নানা প্রকার রোগে ভোগার ফলে ইহা দেখা দিতে পারে।
🇨🇭 ধাতুক্ষয় রোগের ফলে তাদের শুক্র নির্গত হলে দেখা যায় তাদের শুক্রে ঘনত্ব (Viscosity) কম এবং তা দেখতে বেশ তরল।
আরো পড়ুনঃ হাইপোস্পার্মিয়ার হোমিও চিকিৎসা | Hypospermia treatment
🇨🇭 ধাতুক্ষয় রোগীর ভয়ানক দুর্বলতা সৃষ্টি হয়।
🇨🇭 ধাতুক্ষয় রোগের লক্ষণসমূহ :
- 🩸 ধাতুক্ষয় রোগে আক্রান্ত রোগীর শুক্র ( Sperm ) অত্যন্ত তরল হয়।
- 🩸 রোগী ধীরে ধীরে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে এবং দেহের এবং চেহারার সৌন্দর্য নষ্ট হয়।
- 🩸 চেহারার লাবণ্যতা কমে যায়।
- 🩸 চেহারা মলিন এবং চক্ষু কোঠরা গত হয়ে পরে।
- 🩸 দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিনের প্রবল অভাব পরিলক্ষিত হয়।
- 🩸 রোগীর জীবনীশক্তি ( Antibody ) দুর্বল হয়ে পড়ে শরীরের ওজন কমে যায় ফলে শুকিয়ে যায় এবং নানা প্রকার রোগে অতি সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
- 🩸 দেহে যৌন হরমোন বা পিটুইটারি এড্রিনাল প্রভৃতি গ্রন্থির হরমোন কম নিঃসৃত হয় যার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং শুক্র ধীরে ধীরে পাতলা হতে থাকে।
- 🩸 দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়।
- 🩸 মাথার যন্ত্রণা দেখা যায়।
- 🩸 আক্রান্ত ব্যক্তি সর্বদাই অস্থির বোধ করে।
- 🩸 আক্রান্ত ব্যক্তি বসা থেকে উঠলেই মাথা ঘোরে এবং ক্ষুধা হীনতা ভাব দেখা দেয়।
- 🩸 আক্রান্ত ব্যক্তির পেনিস বা জননেদ্রীয় এতটাই দুর্বল হয়ে যায় যে, তার শুক্রের ধারণ শক্তি একেবারে কমে যায়।
- 🩸 রাত্রে স্বপ্ন দেখে শুক্র ক্ষয় হয়, আবার দিনের বেলায়ও নিদ্রাকালীন স্বপ্ন দেখে শুক্রপাত হয়।
- 🩸 প্রসাবের আগে,পরে- আঠালো জাতীয় ধাতু নির্গত হয়।
- 🩸 ধাতুক্ষয় রোগ ধীরে ধীরে কঠিন আকার ধারণ করলে সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়।
- 🩸 স্ত্রীলোক স্পর্শে শুক্রপাত ঘটে।
- 🩸 পায়খানার শুক্রপাত হয়।
- 🩸 স্মরণশক্তি কমে যায়, বুদ্ধিবৃত্তি কমে যায়।
- 🩸 অকাল বার্ধক্য এবং ধ্বজভঙ্গ রোগের লক্ষণ দেখা।
🇨🇭 ধাতু ক্ষয় রোধে যা করতে হবে :
- 🩸 হস্তমৈথুন করা বন্ধ করতে হবে।
- 🩸 পর্নগ্রাফী বা মুভি এড়িয়ে চলতে হবে।
- 🩸 মদ্যপান বা অ্যালকোহল জাতীয় তরল পরিহার করুন।
🇨🇭 হোমিও চিকিৎসা:
হোমিও মেডিসিন এ ধরনের প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় জনিত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী:
- 🧪 Acid phos.
- 🧪 Arg Met.
- 🧪 Lactic Acid.
- 🧪Salix nig.
- 🧪 Selenium.
- 🧪 Nat Phos.
- 🧪 Nat Mur.
- 🧪 Silicea.
- 🧪 Damiana.
ইত্যাদি হোমিও মেডিসিন সমূহ সেবন করলে বীর্যক্ষয় দূর হয়। তবে মেডিসিন সেবনের পূর্বে অবশ্যয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।
🇨🇭 আমার চেম্বার চট্টগ্রাম আগ্ৰাবাদ বেপারি পাড়া (চৌমুহনী রোড) ইংলিশ স্কুলের সামনে।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]