🇨🇭 ফুসফুস মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের শ্বাস-প্রশ্বাসের নিশ্চয়তা প্রদান করে এ ফুসফুস। এটি আবার বিভিন্ন সময়ে নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে একটি জটিল ব্যাধি হলো এমফাইসিমা। এটি একটি শ্বাসকষ্টজনিত রোগ।
🇨🇭 এমফাইসিমার – Emphysema , ফলে ফুসফুসে মাত্রাতিরিক্ত বাতাস জমা হয়, ফুসফুস খুব দ্রুত ফুলে ওঠে এবং এর অভ্যন্তরের অংশগুলো অকেজো হয়ে পড়ে এবং একই সাথে ফুসফুসের স্ফেরিকাল বায়ুথলি ক্ষতিগ্রস্ত হয়।
🇨🇭 যার ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ফুসফুসের স্থিতিস্থাপকতা একেবারেই নষ্ট হয়ে যায়।
🇨🇭 ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারী ডিজিজের কারণে যে দুইটি সমস্যা বেশি দেখা যায় তার মধ্যে একটি হলো এমফাইসিমা আরেকটি হলো ক্রনিক ব্রঙ্কাইটিস।
এমফাইসিমা সম্পূর্ণভাবে কখনো ভাল হয় না, তবে চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
🇨🇭 এমফাইসিমার কারণ:
এমফাইসিমা হওয়ার প্রধান কারণ হলো দীর্ঘদিন ধরে বিষাক্ত উপাদান বা পদার্থের সংস্পর্শে থাকা। যেমন:
- 🩸 ধূমপান।
- 🩸 মারিজুয়ানা ব্যবহার।
- 🩸 বায়ু দূষণ।
- 🩸 কল-কারখানার ধোঁয়া।
🇨🇭 তবে কখনো কখনো আলফা-01 অ্যান্টিট্রিপসিন নামক প্রোটিন যা ফুসফুসের ইলাস্টিক গঠনকে রক্ষা করে, এর অভাব দেখা দিলে এই রোগ হয়ে থাকে,
তখন একে আলফা-01, অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এমফাইসিমা-Emphysema, বলে।
আরো পড়ুনঃ শ্বেতপ্রদর স্ত্রীরোগ এর চিকিৎসা | Female Disease | Dr. Masud
🇨🇭 এমফাইসিমার-Emphysema লক্ষণ:
🩸 Emphysema – রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
- 🩸 বুকের তীক্ষ্ণ ব্যথা – Sharp Chest Pain.
- 🩸 শ্বাসকষ্ট – Shortness Of Breath.
- 🩸 বুকের চাপা ব্যথা – Chest Tightness.
- 🩸 কাশি – Cough.
- 🩸 বমি বমি ভাব – Nausea.
- 🩸 সারা শরীরে ব্যথা – Ache all Over.
- 🩸 পিঠের ব্যথা – Back Pain.
- 🩸 ট্যারা – Crosseyed.
- 🩸 চোখের পাতায় চুলকানি- Itchy Eyelid.
- 🩸 মাত্রাতিরিক্ত শারীরিক বৃদ্ধি- Excessive Growth.
- 🩸 আবেগগত সমস্যা- Emotional Symptoms.
- 🩸 কনুইয়ের মাংসপেশীতে টান ধরা – Elbow Cramps Or Spasms.
🇨🇭 এমফাইসিমার-Emphysema ঝুঁকি:
🩸 যে সকল বিষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সেগুলো হলো:
- 🩸 ধূমপান।
- 🩸 বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে।
- 🩸 ধূমপায়ীদের সংস্পর্শে থাকলে।
- 🩸 ধোঁয়া বা ধূলাবালির সংস্পর্শে থাকলে।
- 🩸 বিভিন্ন ধরনের দূষণ বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে থাকলে।
🇨🇭 যারা এমফাইসিমার- Emphysema , ঝুঁকির মধ্যে আছে:
🛑 লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 01গুণ কম।
🛑 জাতি: শ্বেতাঙ্গ, হিস্প্যানিক ও অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা 42 গুণ কম।
🇨🇭 কাদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা বেশি ?
উত্তর:এমফাইসিমা হলো COPD এর একটি লক্ষণ। এটি সাধারণত ধূমপানের কারণে হয়ে থাকে। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন তাদের মধ্যে এই রোগ হওয়ার
সম্ভাবনা বেশি।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন।
Dr. Masud Hossain.
( D. H. M. S )
( ডি, এইচ, এম, এস ) ঢাকা।
🇨🇭 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। [ নিবন্ধন নং- Gov.Reg. No. 35423 ] রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
( What’sApp- হোয়াটসঅ্যাপ এবং Imo- ইমো ) খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🛑 অরিজিনাল জার্মানী ঔষধ ও উন্নত চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
☎+8801907-583252 (WhatsApp, IMO)।
☎ +8801302-743871 (WhatsApp, IMO)।