🇨🇭 প্রাচীন কাল থেকেই হোমিওপ্যাথিতে অশ্বগন্ধা মাদার টিংচার রূপে ব্যবহার হয়ে আসছে। একাধিক মাদার টিংচার এর সাথে অশ্বগন্ধা মাদার টিংচারটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত হয়ে আসছে।
🇨🇭 হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটি হলো প্রাকৃতিক রোগ নিরাময় ব্যবস্থা ।
🇨🇭 তাই হোমিওপ্যাথিতে প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ গুলো মাদার টিংচার রূপে ব্যবহার করা হয়। যা নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
🇨🇭 এটির উপকারিতা( Winter cherry) হাতে গুণে শেষ করা যাবে না। প্রায় 3000 বছর ধরে এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
🇨🇭 অশ্বগন্ধার বৈজ্ঞানিক নাম – Withania Somnifera.
🇨🇭 সোমনিফেরা (Somnifera) একটি ল্যাটিন শব্দ যার অর্থ ঘুমের উপর প্রভাব বিস্তারকারী। অসাধারণ কার্যকারিতার জন্য এটিকে Indian Ginseng হিসেবেও অভিহিত করা হয়। নিয়মিত খেলে অশ্ব বা ঘোড়ার মতো শক্তি বৃদ্ধি হয়।
🇨🇭 এটির ব্যবহার শুরু হয়েছে আজ থেকে প্রায় 600 খ্রিস্টাব্দ বা তারও আগে থেকে।
🇨🇭 এটি মূলত ক্লান্তি, নানা ধরণের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করা সহ একাধিক পদ্ধতিতে কাজ করে।
🇨🇭 অশ্বগন্ধার আরেক নাম হল এডাপ্টোজেন, যার মানে হলো এটি আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে।
🇨🇭 এটির এত সব ধরণের গুণের কারণ হলো এতে উপস্থিত থাকা ফাইটোকেমিক্যাল উপাদান।
🇨🇭 শোনা যায় সঠিক পরিমাণে এটির ব্যবহার নাকি ক্যান্সারের ক্ষেত্রেও কার্যকরী ফলাফল দেয়।
🇨🇭 বর্তমানে এটি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারত, পাকিস্তান, স্পেন, আফ্রিকা, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে।
🇨🇭 এখনও পর্যন্ত এটির নির্যাসে 35 ধরণের ফাইটোকেমিক্যাল উপাদান আছে বলে জানা গেছে।
🇨🇭 অশ্বগন্ধায় উপস্থিত আছে অ্যালকালয়েড, স্ট্রেরয়ডাল ল্যাক্টনস, ট্যানিনস, স্যাপোনিনস এই সব উপাদান যা ক্যান্সার, স্ট্রেস, বার্ধক্যজনিত প্রভাব, যৌনক্ষমতা সংক্রান্ত ও প্রদাহ জনিত সমস্যার বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
🇨🇭 এছাড়াও এটিতে উপস্থিত রয়েছে উইথাফেরিন A, D, E , উইথানন, উইথাননোলাইড – হল বায়োঅ্যাক্টিভ পর্দাথ।
🇨🇭 এটির উপকারিতা অনেক যা বলে শেষ করা যাবে না।
🇨🇭 অশ্বগন্ধার কিছু উপকারিতা:
💋 শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম বহুল প্রচলিত। এ গাছের রস শক্তিবর্ধক।
💋 ঘুমানোর আগে এটি ঘুমের সহায়ক হিসেবে কাজ করে।
💋 এটি সর্দি-কাশি থেকে মুক্তি পেতে সাহায্য করে।
💋 এটির স্নায়ুবিক বিভিন্ন রোগের সমাধান হিসেবে কাজ করে।
💋 অনিদ্রা সমস্যায় ভুগলে এটি উত্তম কার্যকর হতে পারে।
💋চোখের ব্যথা দূর করতে বিশেষ উপকারী।
💋 ক্রনিক ব্রংকাইটিসের ক্ষেত্রেও একটি কার্যকর ওষধু হল এটি।
💋 এটি মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি সহ নানা মানসিক ও শারীরিক সমস্যা দূর করতে সহায়ক।
💋 মনোযোগ বাড়ায়। ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে।
💋 হজমের সমস্যা থেকে মুক্তি পেতে এটি অনেক উপকারী।
💋 পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী এটি। তবে অশোধিত এটি হজমে গোলমাল সৃষ্টি করতে পারে। যার ফলে তলপেটে ব্যথা হতে পারে।
আরো পড়ুনঃ নারী ও পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধি এর উপায় ও হোমিও চিকিৎসা |
🇨🇭 মানব দেহে এটির প্রভাব:
🩸 অনিদ্রা দূর করে:
💋 আমরা আগেই জেনেছি ক্লান্তি দূর করে স্নায়ুকে আরাম প্রদান করতে এটি খুবই কার্যকারী। এর ফলে ঘুম খুব ভাল হয়। বিভিন্ন গবেষণার থেকে জানা যায় যে, অশ্বগন্ধা ব্যবহার করলে মনোযোগ বৃদ্ধি পায়।
🩸 স্ট্রেস কমায়:
💋অশ্বগন্ধায় অ্যানজাইলটিক উপাদান উপস্থিত থাকে বলে এটি মানসিক চাপকে কমিয়ে ফেলতে সাহায্য করে।অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রের ওপর কাজ করতে সক্ষম। আপনি যদি খুব ভয় পেয়ে যান কোনো কারণে তাহলে প্যানিক অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই স্নায়ুর ওপর চাপ পড়ে, এই সমস্যা এড়াতে এটি সাহায্য করে।
🩸 কোলেস্টেরল দূর করে:
💋অশ্বগন্ধা মানব শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে পেশির শক্তি বাড়াতে সাহায্য করে।
🩸 অশ্বগন্ধা কাম উত্তেজনা সৃষ্টিতে সহায়ক:
💋 প্রাচীনকাল হতে এটি একটি আফ্রোডাইজিয়াক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আসলে, অশ্বগন্ধা Homeopathic Q আফ্রোডাইজিয়াক পণ্যগুলির মধ্যে একটি অনন্য। অশ্বগন্ধা কামাকাঙ্ক্ষা হ্রাস এবং ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী। পুরুষরা যখন অশ্বগন্ধা সেবন শুরু করেন, তখন তাদের দেহে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বেড়ে যায়। এটি যৌন আকাঙ্ক্ষা এবং তৃপ্তির বৃদ্ধি ঘটায়।
🩸 যৌনক্ষমতা বাড়ায়:
💋এটি প্রমাণিত যে অশ্বগন্ধা শরীরে টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের পরিমান বাড়াতে পারে। ফলে যৌন মিলনের ইচ্ছে বাড়ে।
🩸 রক্তে টেস্টোস্টেরনের মাত্র বাড়ায়:
💋বিজ্ঞানীরা প্রমান করেছে এটি রক্তে টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়াতে পারে। টেস্টোস্টেরনকে বলা হয় Sex Hormone . এটি পুরুষের লিঙ্গ দৃঢ় করে এবং কামাকাঙ্ক্ষা বৃদ্ধি করে। পুরুষদের বয়স বাড়তে থাকলে তাদের দেহে টেস্টোস্টেরনের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায়। এছাড়াও বিভিন্ন কারণে রক্তে টেস্টোস্টেরন উৎপাদন কমে যেতে পারে। এটি লুটেইনিজিং হরমোন এবং টেস্টোস্টেরনের সিরামের মাত্রা বৃদ্ধি করে, ফলে পুরুষের যৌন হরমোনগুলির প্রাকৃতিক ভারসাম্যকে বজায় থাকে। অশ্বগন্ধা করটিজলের বৃদ্ধি রোধ করে স্ট্রেস হ্রাস করতে পরিচিত, করটিজল প্রাকৃতিক টেস্টোস্টেরন উৎপাদনকে বাধাগ্রস্ত করে।
🩸 সহনশীলতা বাড়ায়:
💋এটি শারীরিক পারফরম্যান্সকে আরও উন্নত করার পাশাপাশি যৌন স্বাস্থ্যের উন্নতিতেও করাতে কাজ করে। নিয়মিত এটি সেবনের ফলে ধৈর্য্যশীলতা, শারীরিক ক্রিয়াকলাপ ও সহনশীলতা প্রভৃতির উন্নতি ঘটে।
🩸 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়:
💋অশ্বগন্ধায় অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকার ফলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে।
🩸 থাইরয়েডের সমস্যা কমাতে:
💋হাইপোথাইরয়েডের অর্থাৎ যাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমান কম থাকে তাদের এই সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এটি। শরীরে থাইরক্সিন হরমোনের পরিমান বাড়ায় এই অশ্বগন্ধা।
🩸 চোখের সমস্যা কমাতে:
💋প্রাচীনকালে চোখের স্বাস্থ্য ভালো করতে এটি ব্যবহার করা হত বলে জানা যায় ।
🩸 আর্থ্রাইটিস সারাতে:
💋আর্থ্রাইটিস এর ব্যথার তীব্রতা কমাতে এটি খুবই উপযোগী। আর্থ্রাইটিস সারাতে এটি ব্যবহৃত হয়।
🩸 ক্যান্সার প্রতিরোধ করতে:
💋এটি ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কার্যকর, ফাইটোকেমিক্যালস টিউমার কোষকে ধ্বংস করতে ও সেই কোষে রক্ত সরবারহ বন্ধ করে দেয় ।ক্যান্সারের সময় কেমোথেরাপির মধ্যে দিয়ে যাদের যেতে হয়, তাদের জীবনের মানের উন্নতি ঘটাতে সাহায্য করে এটি।
🩸ডায়াবেটিসের সমস্যা কমাতে:
💋অশ্বগন্ধার অ্যান্টি-ডায়াবেটিক উপাদান থাকে। এই অংশের কোষে যে ফ্ল্যাভোনয়েডস থাকে তা ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে লিপিডের পরিমান ঠিক রাখতে সাহায্য করে বলে জানা গেছে।
🩸স্মৃতিশক্তি উন্নত করে:
💋যাদের অ্যালজাইমারস রোগ আছে, তাদের ক্ষেত্রেও অবস্থার উন্নতিতে এটি কাজ করে।
🩸 পেশী মজবুত করে:
💋এটি পেশী মজবুত করতে যে কার্যকরী ফলাফল দেয়। পেশিতে কোনো আঘাত পেলে সেটি তা সারাতে সাহায্য করে। এছাড়াও ব্যায়াম করার ফলে পেশিতে যে চাপের সৃষ্টি হয় তা কমাতেও অশ্বগন্ধা ব্যবহৃত হয়।
🩸 ইনফেকশন থেকে বাঁচায় অশ্বগন্ধা:
💋এটির নানা ধরণের ইনফেকশন থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে কারণ এর পাতা ও মূলে রয়েছে Anti inflammatory এর মত উপাদান।
🩸হার্টের সুরক্ষায় অশ্বগন্ধা:
💋আমাদের শরীরে রক্ত চলাচল সঠিক রেখে আমাদের হার্টকে স্বাস্থ্যকর করে তোলে এটি।
🩸অবসাদ কমাতে:
💋অশ্বগন্ধায় অ্যাড্যাপটোজেন থাকায় এর নির্যাস অবসাদ ও মনের উদ্বেগ কমাতে উপযোগী।
🩸অকালে চুল পাকা আটকাতে:
💋এটি অকালে চুল পাকা আটকাতে খুবই উপকারী।
🩸চুলকে মজবুত করতে:
💋চুলকে ঝলমলে ও স্বাস্থ্যকর করে তুলতে আয়ুর্বেদ শাস্ত্রে এটিকে খুবই উপযোগী বলে মানা হয়।
🩸বার্ধ্যকের ছাপ দূর করতে:
💋এটি বার্ধ্যকের ছাপ পড়তে দেয় না।
🩸ক্ষত সারাতে:
💋এটির ভিতর Anti inflammatory উপাদান থাকার ফলে এটি শরীরের ক্ষত সারাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
🩸কর্টিসল লেভেল কমাতে:
💋মানব শরীরে অ্যাডরিনালিন গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকলে রক্তে কর্টিসলের পরিমান কম বেশি হয়, এই সমস্যা থেকে রক্ষা পেতে এটি ভালো সাহায্য করে।
🩸মানসিক স্বাস্থ্য ভালো রাখতে:
💋অশ্বগন্ধার হল এডাপ্টোজেন যার অর্থ হল অশ্বগন্ধা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সক্ষম।
🇨🇭 অশ্বগন্ধার পার্শ্ব প্রতিক্রিয়া
এতক্ষণ এটির উপকারিতা গুলো জানার পর চলুন এবার অশ্বগন্ধার পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সম্পর্কে জানা যাক।
🩸 অশ্বগন্ধার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই জানা যায়। তবে নিয়িমিত অনেকদিন ধরে ব্যবহার করলে হয়তো শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যা, ঝিমিয়ে পড়া, ব্লাড প্রেসার কমতে পারে ও অস্বাভাবিক হৃৎস্পন্দনের সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী মহিলারা এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন এটি ব্যবহার করা শুরু করার আগে ।
🇨🇭 আমার এই দুইটি নাম্বার:
+8801907-583252
+8801302-743871
What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।
🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।
🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)
☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)
[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]
আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
খুব ভালো লাগলো ডাক্তার বাবু আপনার অশ্বগন্ধা সম্পর্কে অভিমত।
ঈশ্বর আপনার মঙ্গল করুন ও আপনাকে আরও জ্ঞান প্রদান করুন।
ভারতবর্ষ থেকে আপনার শুভানুধ্যায়ী,
নমষ্কারসহ,
ইতি,
বিনীত,
(পাষন্ড পন্ডিৎ)
কলকাতা, ভারতবর্ষ
আপনাকে ধন্যবাদ।