🛑অরকাইটিস (Orchitis):
পুরুষের অন্ডকোষের প্রদাহকে অরকাইটিস বলে। এর ফলে অন্ডকোষ ফুলে যায়, ব্যাথা করে।এটি একটি বা উভয় অন্ডকোষে হয়ে থাকে। এটিকে টেস্টিস ইনফেকশন ও বলা হয়ে থাকে। অরকাইটিস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস এর আক্রমণে হয়ে থাকে। প্রোস্টেট গ্রন্থি বা এপিডিডাইমিসের সংক্রমণের কারণে ও হতে পারে।যৌন সংক্রামক ব্যাধি গনোরিয়া ও ক্লামাইডিয়ার কারনে ও হতে পারে।
🇨🇭 অরকাইটিস(Orchitis) এর লক্ষন ও বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে।
- 🧪অন্ডকোষ ফুলে যাওয়া।
- 🧪অন্ডকোষে ব্যাথা হওয়া।
- 🧪মাঝে মাঝে বীর্যে রক্ত আসা।
- 🧪প্রসাবে জ্বালাপোড়া ও ব্যাথা করা।
- 🧪যৌনসঙ্গমের সময় বা বীর্যপাতের সময় ব্যাথা অনুভব হওয়া ইত্যাদি।
🛑অরকাইটিস এর জটিলতা: এর ফলে পুরুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এবং একটি বা উভয় অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে। এর ফলে আর কি কি জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো:
- 🧪অন্ডকোষে সিস্ট বা ফোঁড়া হওয়া।
- 🧪অন্ডকোষের রক্তপ্রবাহ কমে যাওয়া।
- 🧪 অন্ডথলিতে ফিষ্টুলা হওয়া
- 🧪দীর্ঘস্থায়ী এপিডিডাইমিসের প্রদাহ ইত্যাদি
🛑 অন্ডকোষের ব্যাথা হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
আরো পড়ুনঃ ইরেকশন সমস্যা এবং পুরুষাঙ্গের রোগ।
🇨🇭 এর চিকিৎসা:যে কোনো রোগের চিকিৎসা করতে হলে আপনাকে আগে রোগ সম্পর্কে জানতে হবে।
🇨🇭 হোমিওপ্যাথিতে এর উন্নত চিকিৎসা রয়েছে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্থায়ী মুক্তি হোমিওপ্যাথিক চিকিৎসা , সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক #চিকিৎসা দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়
🇨🇭 ডাঃ মাসুদ হোসেন (বি এইচ এম এস )(ডি এইচ এম এস)
🇨🇭 Dr. Masud Hossain
☎️01907-583252 ( WhatsApp, IMO)
☎️01302-743871( WhatsApp, IMO)