গ্যাস্ট্রিক - আলসার সমস্যা । Gastritis Homeo Treatment

গ্যাস্ট্রিক – আলসার সমস্যা । Gastritis Homeo Treatment

গ্যাস্ট্রিকের সমস্যা বলতে সাধারণত আমরা- আলসার , কে বুঝে থাকি যেখানে আলসার বা ঘা হয় খাদ্য নালীর নিচের অংশে- পাকস্থলী কিংবা ডিওডেনামে।

  • 🇨🇭 আলসার বা ঘা, একিউট – তাৎক্ষণিক কিংবা ক্রনিক – দীর্ঘ মেয়াদি হতে পারে।
  • 🇨🇭 আলসার ঘনীভূত হয়ে পাকস্থলী কিংবা ডিওডেনাম ফুটো হয়ে যেতে পারে।

🇨🇭 গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার:

গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারকে একত্রে ‘পেপটিক আলসার’ বলা হয় এবং এই আলসারে’র হার উন্নয়নশীল দেশে দিনকে দিন বেড়েই চলেছে।

🇨🇭 পুরুষ ও মহিলা ভেদে ডিওডেনাল আলসারের অনুপাত- 5:1 থেকে – 2:1 যেখানে গ্যাস্ট্রিক আলসারের অনুপাত- 2:1.

🇨🇭 ক্রনিক গ্যাস্ট্রিক আলসার: সাধারণত একটি হয় – যার 90% শতাংশই পাকস্থলীর নিচের দিকের অ্যান্ট্রামে অথবা বডি ও অ্যান্ট্রামের সংযোগস্থলে হয়ে থাকে।

🇨🇭 ক্রনিক ডিওডেনাল আলসার: সাধারণত ডিওডেনামের প্রথম ভাগে হয় এবং 50% ক্ষেত্রে ডিওডেনামের সামনের দেওয়ালে হয়ে থাকে।

🇨🇭 গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার একত্রে থাকতে পারে 10% ক্ষেত্রে এবং একাধিক পেপটিক আলসার পাওয়া যায় 10-15% রোগীর মাঝে।

গ্যাস্ট্রিক - আলসার সমস্যা
গ্যাস্ট্রিক – আলসার সমস্যা । Gastritis Homeo Treatment

🇨🇭 যেভাবে আলসার তৈরি হয়:
শুরুতে পাকস্থলী হতে অ্যাসিডের অতি নিঃসরণ হয় নিম্নোক্ত ধাপে:

  • 🩸 পাকস্থলীর নিচের অংশের অ্যান্ট্রামের D-cell এর Somatostatin কমে যায়।
  • 🩸 পাকস্থলীর বডির G-cell হতে Gastrin নিঃসরণ বেড়ে যায়।
  • 🩸 পাকস্থলীর দেওয়ালের Parietal cell হতে HCL (হাইড্রোক্লোরিক অ্যাসিড) এর নিঃসরণ বেড়ে যায়।

🩸 ডিওডেনামে অ্যাসিডের বৃদ্ধি পাকস্থলীতে Parietal cell এর কার্যক্রম বাড়িয়ে দেয়, ফলশ্রুতিতে
পাকস্থলী ও ডিওডেনামে আরও বেশি প্রদাহ হয় এবং আলসার বা ঘা তৈরি হয়।

🇨🇭 H.পাইলোরি ব্যাকটেরিয়া, মানবদেহের ( IL-1) ( TNF-alpha ) এবং পারিপার্শ্বিক নিয়ামক যেমন: ধূমপান, NSAIDs জাতীয় ব্যথানাশক ওষুধ ইত্যাদি মিলে একদিকে পাকস্থলীর নিচের অংশে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস ও অন্যদিকে পুরো পাকস্থলীতে প্যানগ্যাস্ট্রাইটিস তৈরি করে যা হতে পরবর্তীতে গ্যাস্ট্রিক আলসার,ডিওডেনাল আলসার কিংবা গ্যাস্ট্রিক ক্যান্সার তৈরি করে।

🇨🇭 পেপটিক আলসারের লক্ষ্মণ উপসর্গ:

🇨🇭 এটি একটি দীর্ঘ মেয়াদি সমস্যা যা নিজগুণে বাড়তে কমতে পারে এবং দশকব্যাপী স্থায়ী হতে পারে। বারাবার পেটে ব্যথা বিশেষ করে:

🩸 পেটের উপরিভাগে মাঝ বরাবর ব্যথা।

🩸 ব্যথার সাথে খাবারের সম্পর্ক (খাবার খাওয়ার পর ব্যথা কমে যাওয়া – ডিওডেনাল আলসার নির্দেশ করে আর খাবারের পরে ব্যথা বেড়ে যাওয়া – গ্যাস্ট্রিক আলসার নির্দেশ করে)।

🩸 ব্যথার ধারাবাহিকতা – রাতের বেলায় ব্যথার তীব্রতায় ঘুম ভেঙে যাওয়া।

আরো পড়ুনঃ   অ্যানোসমিয়া -গন্ধের অনুভূতি হ্রাস                                                                              

🇨🇭 মাঝে মাঝে বমি হতে পারে 40% ক্ষেত্রে- প্রতি দিন বমি হলে ধরে নিতে হবে দীর্ঘ মেয়াদি আলসারের জন্য জটিলতা জনিত G.O.O (গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন) হয়ে গিয়েছে।

🇨🇭 এক তৃতীয়াংশ ক্ষেত্রে তেমন কোন লক্ষ্মণ উপসর্গ থাকে না, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা যারা NSAIDs জাতীয় ব্যথানাশক ওষুধ সেবন করেন: যেখানে ব্যথা থাকে না কিংবা থাকলেও এত কম যে মনে হয় পেটের উপরিভাগে অস্বস্তিবোধ অনুভূত হয়।

🇨🇭 মাঝে মাঝে কারও ক্ষেত্রে খাবারে অরুচি, বমি বমি ভাব কিংবা অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি হতে পারে।

🇨🇭 কিছু রোগীর ক্ষেত্রে আলসার একেবারেই নিশ্চুপ থাকতে পারে যা কি না প্রাথমিকভাবে দীর্ঘ মেয়াদি রক্ত ক্ষরণের ফলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতারূপে দেখা দিতে পারে, হঠাৎ রক্ত বমি কিংবা তাৎক্ষণিক পাকস্থলী ফুটো হয়ে যাওয়া বা Perforation হতে পারে, অন্য দিকে কারও কারও কোনরূপ আলসারের ব্যথা ছাড়াই পৌনপুনিক তাৎক্ষণিক রক্তপাত হতে পারে।

ডাঃ মাসুদ হোসেন
ডাঃ মাসুদ হোসেন

🇨🇭 রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা:

🩸 এন্ডোসকপি:
এন্ডোসকপি হলো সবচেয়ে কার্যকরী পন্থা।

🩸 বায়োপসি:
গ্যাস্ট্রিক আলসার মাঝে মাঝে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে আর তাই অবশ্যই সেই আলসার থেকে বায়োপসি নিতে হবে এবং আলসার শুকানো পর্যন্ত ফলোআপ করতে হবে।

🩸 এইচ. পাইলোরি ব্যাকটেরিয়া নির্ণয়: নন-ইনভেসিভ
U.B.T (ইউরিয়া ব্রেথ টেস্ট)
Faecal antigen test.

🩸 ইনভেসিভ (অ্যান্ট্রাল বায়োপসি) হিস্টোলজি
R.U.T (Rapid Urease Test).

🇨🇭 এর মাঝে U.B.T এবং Faecal Antigen Test – সেরা কেননা এগুলো সুলভ, কার্যকর, মোক্ষম এবং অক্ষতিকর।

🇨🇭 আমার চেম্বার চট্টগ্রাম আগ্ৰাবাদ বেপারি পাড়া (চৌমুহনী রোড) ইংলিশ স্কুলের সামনে।

🇨🇭 আমার এই দুইটি নাম্বার:

   +8801907-583252
   +8801302-743871

What’s app/হোয়াটসঅ্যাপ এবং IMO/ইমো খোলা আছে, চিকিৎসা নিতে চাইলে আমার এই দুইটি নাম্বার ফোনে সেভ করে সমস্যাগুলো লিখে অথবা অডিও রেকর্ড দিয়ে জানাবেন। আমি ফ্রী হয়ে সঠিক তথ্য দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

🇨🇭 রোগী দেখার সময়:
🛑 সকাল 09:00 — 01:00 টা।
🛑 বিকাল 05:00 রাত 10:00 টা পর্যন্ত।

🇨🇭 চিকিৎসা : সুখবর হচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসা
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির উপায়।

homeo treatment,হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসা,
homeo treatment

🇨🇭 সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুকিপূর্ণ।

🇨🇭 ডাঃ মাসুদ হোসেন
Dr. Masud Hossain
(বি, এইচ, এম, এস )
(ডি, এইচ, এম, এস)

☎️ 01907-583252 (WhatsApp, IMO)
☎️ 01302-743871(WhatsApp, IMO)

[রেজিস্ট্রার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিন
Govt reg No. 35423 ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার সমস্যা মন খুলে বলুন।
Send via WhatsApp
error: Content is protected !!